কপাল পুড়ল নিম ফুলের মধু’র, বাজিমাত করল জগদ্ধাত্রী

বাংলা ধারাবাহিকের টিআরপি

বাংলা ধারাবাহিকের টিআরপিতে বড় চমক। সময় পাল্টাতেই কপাল পুড়ল ‘নিম ফুলের মধু’। টিআরপিতে প্রথম দশ থেকে ছিটকে গেল সৃজন-পর্ণা। টিআরপির দশ থেকে একেবারে আউট হয়ে যাবে কল্পনা করতে পারেনি কেউ। এদিকে জগদ্ধাত্রী দারুণ রেজাল্ট করছে টিআরপিতে। দ্বিতীয় স্থান ধরে রেখেছে।

চলতি সপ্তাহে বাংলার প্রথম স্থান ধরে রেখেছে ‘ফুলকি’ ধারাবাহিক। নতুন ধারাবাহিক পরিণীতা জায়গা করে নিয়েছে ষষ্ঠ স্থানে। অনুরাগের ছোঁয়া জায়গা করে নিয়েছে দশম স্থানে। নতুন মেগাদের মধ্যে ভালো ফল করেছে রাঙামতি তীরন্দাজ।

টিআরপির প্রথম রয়েছে ‘ফুলকি’, তার প্রাপ্ত নম্বর ৭.৩। দ্বিতীয় স্থানে ৭.২ নম্বর নিয়ে জগদ্ধাত্রী ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.১। চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.০ এবং ৬.৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’ ধারাবাহিক।

প্রথম – ফুলকি (৭.৩)

দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.২)

তৃতীয় – গীতা এলএলবি (৭.১)

চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৭.০)

পঞ্চম – কথা (৬.৭)

ষষ্ঠ – পরিণীতা/ উড়ান (৬.৬)

সপ্তম – রাঙামতি তীরন্দাজ (৬.২)

অষ্টম – শুভ বিবাহ (৬.১)

নবম – রোশনাই (৬.০)

দশম – অনুরাগের ছোঁয়া/ আনন্দী (৫.৯)