সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে চোখে পড়বে বর্তমানে দুই বাংলা ধারাবাহিকের নায়িকা দর্শকমহ্লের ভীষণ চর্চায় রয়েছে। তারা দুজনেই জি-বাংলার নায়িকা। তারা হলেন সকলের প্রিয় কুসুম আর অপর্ণা ওরফে অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
অভিনয় দক্ষতা নিরিখে তনিষ্কার অনেক আগে থেকেই এই ইন্ডাস্ট্রিতে রাজ করেছে দিতিপ্রিয়া। তবে দুজনের বয়স খুব অল্প। দুজনেই শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছেন।
রানীমার খোলস ছেড়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছে। আজ অপু ওরফে অপর্ণা সকলের খুব প্রিয় একটি চরিত্র। পরিবারের হাল ধরতে ২০ বছর বয়সী অপু এক বড় কোম্পানিতে কর্মরত। সেই কোম্পানির বসের প্রেমে পড়ে সে। যার সাথে জড়িয়ে রয়েছে তার পূর্ব জন্মের ভালোবাসার বন্ধন।
অন্যদিকে, গ্রামের সহজ-সরল মনের মেয়ে কুসুম যার বুদ্ধি তীক্ষ্ণ। বুদ্ধির জোরে এগিয়ে চলে সে। এই ধরণের চরিত্রে প্রথমবার নায়িকা হিসাবে দারুণ প্রশংসা পাচ্ছে কুসুম।
অপর্ণা আর কুসুম চরিত্র দুটি পর্দায় ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখেননি দুই অভিনেত্রী দিতিপ্রিয়া এবং তনিষ্কা। তবে আপনাদের মতে কার অভিনয় সবচেয়ে সেরা?