‘গ্রামের রাণি বীণাপাণি’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অ্যানমেরি টম। ধারাবাহিক শেষ হওয়ার ৮ মাসের মধ্যে আবার নতুন ধারাবাহিকে ফিরে এলেন অভিনেত্রী। তাঁর নতুন সিরিয়াল ‘ফাগুনের মোহনা”।
‘গ্রামের রাণি বীণাপাণি’ই ছিল অ্যানমেরি’র প্রথম সিরিয়াল। তবে বাংলা সিরিয়ালে সুযোগ পেতে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। কারণ তিনি বাংলা জানতেন না। তাঁর জন্য অডিশন দিয়ে বারবার রিজেক্ট করে দেওয়া হত। অনেক চেষ্টার পর ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসে।
সম্প্রতি টলি ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলে নিজের স্ট্রাগলের কথা তুলে ধরেন অভিনেত্রী। অ্যানমেরি জানান, তাঁর নাম প্রথমে বাংলা না জানলেও এখন তিনি স্পষ্ট বাংলা বলতে পারেন তেমনি বাংলা পড়তেও পারেন। কিন্তু গ্রামের রাণী বীণাপাণির শুটিং করার সময় থেকেই বেশ অসুস্থ ছিলেন। কোমরের পুরোনো ব্যাথাতে খুব ভুগিয়েছিল তাঁকে। সেই কারণে নাচের জগৎ থেকে খানিকটা দূরেই ছিলেন।