ফের অঘটন! এক লাফে নম্বর কমল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের, বাজিমাত ‘পরিণীতা’র

বাংলা ধারাবাহিকের টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। এবারেও বেঙ্গল টপার পরশুরাম। দাদামণি আগের সপ্তাহে অষ্ঠম স্থান দখল করেছিল। এবার অনুরাগের ছোঁয়া, গৃহপ্রবেশকে পিছনে ফেলে সপ্তম স্থান দখল করল প্রতীক সেনের ধারাবাহিক। অন্যদিকে পঞ্চম স্থান থেকে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এলো পরিণীতা।

ষষ্ঠ স্থানে উঠে এলো জিতু আর দিতিপ্রিয়ার অভিনীত মেগা ধারাবাহিক। এদিকে বাংলার টপার স্থান নিজের দখলে রাখলেও ০.২ নম্বর কমেছে এই মেগার।

চলতি সপ্তাহে ৭.২ রেটিং পেয়ে বাংলা প্রথম স্থানে রয়েছে পরশুরাম, ৬.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ফুলকি ও পরিণীতা। তৃতীয় স্থানে এবারো যুগ্ম ভাবে রয়েছে জগদ্ধাত্রী আর রানী ভবানী, তাদের প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানে রয়েছে চিরসখা, প্রাপ্ত নম্বর ৬.৫ আর পঞ্চম স্থান দখল করেছে দুই মেগা রাঙামতি (৬.৩)।

প্রথম – পরশুরাম (৭.২)

দ্বিতীয় – ফুলকি । পরিণীতা (৬.৯)

তৃতীয় – জগদ্ধাত্রী । রাণী ভবানী (৬.৮)

চতুর্থ –   চিরসখা (৬.৫)

পঞ্চম – রাঙামতি (৬.৩)

ষষ্ঠ – চিরদিনই তুমি যে আমার । অনুরাগের ছোঁয়া । গৃহপ্রবেশ (৫.৪)

সপ্তম –  আমাদের দাদামণি (৫.১)

অষ্টম –  কথা (৪.৯)

নবম –  কোন গোপনে মন ভেসেছে (৪.১)

দশম –  তুই আমার হিরো (৩.৮)