বড় চমক! একদিকে বিয়ের ট্র্যাকেই বাজিমাত করল ‘কথা’ ধারাবাহিক, অন্যদিকে ওপেনিং -এ চমক ‘চিরসখা’র

বাংলা ধারাবাহিকে টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকে টিআরপির তালিকা। ফের বাংলার টপার হল জি-বাংলার পরিণীতা। স্টার জলসার চেয়ে জি-বাংলা ধারাবাহিকগুলি বেশি স্লট দখল করেছে। তবে এবার কথা আর এভির বিয়ের ট্রাকেই ছক্কা হাঁকাল। টিআরপির দ্বিতীয় স্থানে উঠে এলো ‘কথা’।

অন্যদিকে গীতা এলএলবি আর জগদ্ধাত্রী তৃতীয় স্থান দখল করে নিল। আদৃতের রায়ের মিত্তির বাড়ি সপ্তম স্থানে উঠে এলো। অন্যদিকে স্টার জলসার চিরসখা ওপেনিং -এ একেবারে খারাপ ফল করেনি। টিআরপির দশের তালিকায় জায়গা দখল করে নিল।

চলতি সপ্তাহে ৮.০ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। ৭.৪ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে কথা ধারাবাহিক। ৭.২ রেটিং নিয়ে তৃতীয় স্থান দখল করল তিনটে ধারাবাহিক ফুলকি, গীতা এলএলবি আর জগদ্ধাত্রী এবং ৭.১ রেটিং নিয়ে চতুর্থ স্থান দখল কোন গোপনে মন ভেসেছে। ৭.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি ধারাবাহিক।

প্রথম – পরিণীতা (৮.০)

দ্বিতীয় – কথা (৭.৪)

তৃতীয় – ফুলকি । গীতা এলএলবি। জগদ্ধাত্রী (৭.২)

চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৭.১)

পঞ্চম – রাঙামতি (৭.০)

ষষ্ঠ – উড়ান (৬.০)

সপ্তম – মিত্তির বাড়ি (৫.৯)

অষ্টম – আনন্দী (৫.৮)

নবম – অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৫.৩)

দশম –  গৃহপ্রবেশ (৫.২)