বড় চমক! জনপ্রিয় মেগাকে হারিয়ে বাজিমাত নতুন ধারাবাহিক ‘পরিণীতা’র

টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের আজকের টিআরপির তালিকা। প্রথম স্থান দখল করল এবার বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক। সুস্মিতা আর সাহেবের অভিনীত ‘কথা’ এবং দিব্যানী আর অভিষেকের অভিনীত ‘ফুলকি’ ধারাবাহিক ৭.৪ নম্বর পেয়ে যুগ্মভাবে বাংলার টপার স্থানে রয়েছে।

সকলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো উদয় প্রতাপ সিংহের নতুন ধারাবাহিক ‘পরিণীতা’। খুব শীঘ্রই বাংলার টপার হওয়ার বড় সুযোগ রয়েছে এই মেগার। অন্যদিকে জগদ্ধাত্রী ফিরে আসতেই ফের বাজিমাত করল জি-বাংলার এই মেগা। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এলো জগদ্ধাত্রী ধারাবাহিক।

অভিনেতা প্রতীক সেনের উড়ান চলতি সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানে। তার প্রাপ্ত নম্বর হল ৬.৯ এবং পঞ্চম স্থান দখল করে রইল জি-বাংলার আরেক জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। বলাই বাহুল্য টিআরপিতে ফের ছক্কা হাঁকাল জি-বাংলার মেগা ধারাবাহিকগুলি।

প্রথম – কথা । ফুলকি (৭.৪)

দ্বিতীয় – গীতা । পরিণীতা (৭.৩)

তৃতীয় – জগদ্ধাত্রী (৭.২)

চতুর্থ – উড়ান (৬.৯)

পঞ্চম – কোন গোপনে  (৬.৭)

ষষ্ঠ – আনন্দী রাঙ্গামতি তীরন্দাজ (৬.৬)

সপ্তম – গৃহপ্রবেশ (৬.৩)

অষ্টম – শুভ বিবাহ (৬.০)

নবম – তেঁতুলপাতা (৫.৯)

দশম – অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (15min) (৫.৬)