দুর্গাপুজোর জন্য একটু দেরিতে প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। এই টিআরপির প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকেন কলাকুশলী থেকে দর্শকেরা। কারণ টিআরপির উপর নির্ভর করে বাংলা ধারাবাহিকের অস্তিত্ব।
এই সপ্তাহে আবার নিম ফুলের মধুর কাছে হেরে গেল বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীকে টপকে ফের দ্বিতীয় স্থান দখল করল সৃজন-পর্ণা। অন্যদিকে বাংলা টপার স্থান এবারও অনুরাগের ছোঁয়ার দখলে। সূর্য-দীপার জায়গা দখল করতে পারছে না কেউ।
এদিকে নতুন স্লটে যেতেই ছক্কা হাঁকাল ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক। তোমাদের রানীকে হারিয়ে স্লট লিড করল ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক। বাংলার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’, ‘লাভ বিয়ে আজকাল’, ‘কার কাছে কই মনের কথা’ ভালো নম্বর অর্জন করেছে।
প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.৩)
দ্বিতীয় – নিম ফুলের মধু (৭.১)
তৃতীয় – জগদ্ধাত্রী (৭.০)
চতুর্থ – ফুলকি (৬.৯)
পঞ্চম – কার কাছে কই । হর গৌরী (৬.৭)
ষষ্ঠ – সন্ধ্যাতারা । রাঙা বউ ((৬.০)
সপ্তম – Love বিয়ে আজকাল (৫.৮)
অষ্টম – জল থই থই ভালোবাসা (৫.৭)
নবম – তুঁতে (৫.৫)
দশম – ইচ্ছে পুতুল (৫.৪)