আজ নির্ধারিত সময় প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। টিআরপির লিস্টে আবার অঘটন। একলাফে অনেকটাই নম্বর কমে গিয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। চলতি সপ্তাহে বাংলার টপার হলেও নম্বর কমে ৮.৮ রেটিংয়ে দাঁড়িয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে জগদ্ধাত্রী ধারাবাহিক নম্বর বেড়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ থেকে মাত্র ০.২ নম্বর কম পেয়েছে জগদ্ধাত্রী। পরের সপ্তাহ বাংলার টপার হওয়ার জোর সম্ভবনা রয়েছে জগদ্ধাত্রীর।
চলতি সপ্তাহে বাংলা মিডিয়ামকে হারিয়ে স্লট লিড ‘নিম ফুলের মধু’। সৃজন-পর্ণা গল্পে বুঁদ দর্শক। চার নম্বরে রয়েছে তাদের ধারাবাহিক। এদিকে শ্রুতি দাসের রাঙা বউকে হারিয়ে স্লট লিড করেছে ‘পঞ্চমী’। পঞ্চম স্থানে রয়েছে সুস্মিতা-রাজদীপের মেগা।
সবচেয়ে বিশেষ আকর্ষণ প্রথম সপ্তাহে বাজিমাত করেছে ‘মেয়েবেলা’। প্রথমেই ৬.৩ রেটিং নিয়ে নবম স্থানে ঢুকে পড়েছে স্বীকৃতি মজুমদারের ধারাবাহিক। টিআরপি দশে ছিটকে গেল মিঠাই, খারাপ ফল ‘গাঁটছড়া’রও।
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৮)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৬)
তৃতীয়- গৌরী এলো (৮.০)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.৮)
পঞ্চম- খেলনা বাড়ি (৭.৫)
ষষ্ঠ- পঞ্চমী । বাংলা মিডিয়াম (৭.১)
সপ্তম- রাঙা বউ (৬.৯)
অষ্টম- এক্কা দোক্কা (৬.৮)
নবম- মেয়েবেলা (৬.৩)
দশম- গাঁটছড়া (৬.২)