চলে গেলেন কবি শঙ্খ ঘোষ । বয়স হয়েছিল ৯০ বছর। গত ১২ ই এপ্রিল থেকে জর-সর্দিকাশিতে ভুগছিলেন। করোনা পরীক্ষা করায় রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে যেতে চাননি তিনি তাই নিজের বাড়িতেই আলাদা থেকে চলছিল চিকিৎসা। আজ সকালে মারা যান তিনি। শোকের ছায়া গোটা বাংলা জগতে।
করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল বাংলা সাহিত্যের এক রত্নকে। মঙ্গলবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার তাকে সকালে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না সমস্ত মোহমায়া ত্যাগ করেই ঘুমের দেশে পাড়ি দেন কবি শঙ্খ ঘোষ ।
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানায়, “শঙ্খদার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি। তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সকলকে সমবেদনা জানাই”। মুখ্যমন্ত্রী জানান, শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না তাই সেটা করা হবে না কিন্তু রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।