শেষ হল সারেগামাপা ২০২১ গ্র্যান্ড ফিনালে। এই বছর কে হবে বিজয়ী এই নিয়ে কৌতূহল ছিল দর্শকের মনে। সেই অপেক্ষার অবসান। সারেগামাপা ২০২১-এ স্নিগ্ধজিৎ-অনন্যা নয় বরং সারেগামাপা জিতলেন বাংলার মেয়ে নীলাঞ্জনা রায়।
বাংলার আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায় হাতে সারেগামাপা-র ট্রফি। সাথে মারুতি সুজিকি সেলেরি। ফার্স্ট রানার আপ অর্থাৎ দ্বিতীয় হন বাংলার আরেক মেয়ে হুগলির রাজশ্রী বাগ এবং তৃতীয় স্থানে শরৎ শর্মা।
View this post on Instagram
জি টিভি সারেগামাপা-র এই সিজেনে প্রতিযোগী ছল বাংলার ছয় মুখ স্নিগ্ধজিৎ ভোমিক, অনন্যা চক্রবর্তী, নীলাঞ্জনা রায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, দীপায়ন বন্দ্যোপাধ্যায় আর রাজশ্রী বাগ। অনেকেই ভেবেছিলেন বিজয়ী ট্রফি উঠবে স্নিগ্ধজিৎ-অনন্যার হাতে। তবে তাদের হারিয়ে শেষ হাসি হাসলেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram