স্নিগ্ধজিৎ-অনন্যা নয় বরং সারেগামাপা ট্রফি জিতলেন বাংলার মেয়ে নীলাঞ্জনা রায়

সারেগামাপা

শেষ হল সারেগামাপা ২০২১ গ্র্যান্ড ফিনালে। এই বছর কে হবে বিজয়ী এই নিয়ে কৌতূহল ছিল দর্শকের মনে। সেই অপেক্ষার অবসান। সারেগামাপা ২০২১-এ স্নিগ্ধজিৎ-অনন্যা নয় বরং সারেগামাপা জিতলেন বাংলার মেয়ে নীলাঞ্জনা রায়।

বাংলার  আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায় হাতে সারেগামাপা-র ট্রফি। সাথে মারুতি সুজিকি সেলেরি। ফার্স্ট রানার আপ অর্থাৎ দ্বিতীয় হন বাংলার আরেক মেয়ে হুগলির রাজশ্রী বাগ এবং তৃতীয় স্থানে শরৎ শর্মা।

 

View this post on Instagram

 

A post shared by NEELANJANA RAY (@neelanjanaray)

জি টিভি সারেগামাপা-র এই সিজেনে প্রতিযোগী ছল বাংলার ছয় মুখ স্নিগ্ধজিৎ ভোমিক, অনন্যা চক্রবর্তী, নীলাঞ্জনা রায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, দীপায়ন বন্দ্যোপাধ্যায় আর রাজশ্রী বাগ। অনেকেই ভেবেছিলেন বিজয়ী ট্রফি উঠবে স্নিগ্ধজিৎ-অনন্যার হাতে। তবে তাদের হারিয়ে শেষ হাসি হাসলেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by NEELANJANA RAY (@neelanjanaray)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here