বড় চমক! ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে সোজা বলিউডে প্লেব্যাকের অফার পেল বাংলার মেয়ে মানসী

মানসী ঘোষ

ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাওয়া থেকে সরাসরি প্লেব্যাক গাওয়ার সুযোগ। হ্যাঁ, কথা হচ্ছে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী মানসী ঘোষ কে নিয়ে। গত রবিবারের এপিসোডে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি থেকে আশা ভোঁসলে এবং অভিজিৎ ভট্টাচার্যর গাওয়া জারা সা ঝুম লু ম্যায় গানটি গানটি গায় মানসী।

আর এদিনের পড়বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় কম্পোজার ললিত পণ্ডিত। মানসীর গান শুনে মুগ্ধ হয়ে যায় ললিত পণ্ডিত। অভিজিৎ তো নিজেই মানসীর সঙ্গে মঞ্চে উঠে গান গান। সমস্ত প্রতিযোগীদের মধ্যে কোন প্রতিযোগীকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ দেবেন ললিত পণ্ডিত? পর্ব শেষে সঞ্চালক আদিত্য নারায়ণ ললিত পণ্ডিত কে জিজ্ঞাসা করায় উত্তরে তিনি মানসীর নাম নেন।

ললিত পণ্ডিতের আসন্ন ছবির নাম ‘মান্নু কেয়া karoge’, আর এই ছবিতে গান গেয়েছেন শান। আর শানের সঙ্গেই গান গাইবেন মানসী।

 

View this post on Instagram

 

A post shared by Manasi Ghosh (@manasighosh.official)