বড় চমক! সারেগামাপা’র মঞ্চ থেকে সোজা প্লেব্যাকের অফার পেল বাংলার মেয়ে আরাত্রিকা, প্রশংসায় নেটিজেন

আরাত্রিকা সিনহা

জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপা’র মঞ্চে অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে বাংলার মেয়ে আরাত্রিকা সিনহা। একটুর জন্য ট্রফি হাতছাড়া হলেও সারেগামাপা’র মঞ্চে তার ঝুলিতে ছিল কালিকাপ্রসাদ সম্মান। পেয়েছেন ‘খুদে কমরেড’ তকমা।

আরাত্রিকার অনুরাগীদের জন্য রইল আরও এক সুখবর! সারেগামাপা’র মঞ্চে গান গাওয়া থেকে সরাসরি প্লেব্যাক গাওয়ার সুযোগ পেল বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা।

সারেগামাপা-এর গ্র্যান্ড ফিনালে শেষ হতে না হতেই সিনেমায় প্লেব্যাক করার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান আরাত্রিকা। রেকর্ডিং স্টুডিয়োতে গান গাওয়ার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরাত্রিকা লেখেন, ‘জীবনে প্রথম কোনও সিনেমায় গান গাইবার সুযোগ এত তাড়াতড়ি আসবে ভাবিনিl ধন্যবাদ শ্যামল জেঠু।’

তার এই পোস্ট শেয়ার হতেই তাকে শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। শুভকামনা জানিয়ে অনেকে লিখেছেন, ‘কমরেড,অনেক অনেক শুভেচ্ছা রইল, তোমার এই অগ্রগতির জন্য। আরও এগিয়ে যাবে এই কামনা করি।’ অন্য একজন লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সোনা, মন দিয়ে কাজ করে যাও, তোমাকে কোনও দিন পিছনে তাকাতে হবে না দেখো, জানবে তোমার উপর লক্ষ মানুষের আশীর্বাদ আছে আর থাকবেও।’