দুঃসংবাদ! প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় শিল্পী

পরিচালক অরুণ রায়

বছরের শুরুতেই একদিকে যখন সেলিব্রেশনে মেতে গোটা টলিউড জগত। ঠিক সেই সময় শোকের ছায়া নেমে এলো ইন্ডাস্ট্রিতে। প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় শিল্পী প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় পরিচালক অরুণ রায়।

বছর শেষে আপনাদের জানিয়েছিলাম ফুসফুসে সংক্রমণ নিয়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। শোনা যায়, কোমায় চলে গিয়েছিলেন, জীবনদায়ী ব্যবস্থার সাহায্য তাকে নাকি বাঁচিয়ে রাখা হয়েছিল।

পরিচালক অরুণ রায়

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ফুসফুসে দ্রুত ছড়িয়ে পড়ছিল, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গিয়েছিল। বহু চেষ্টার পরেও শেষ রক্ষা হয় না। আজ অর্থাৎ ২ রা জানুয়ারি দুঃসংবাদ সামনে আসে। দেবের বাঘাযতীন সিনেমার পরিচালক ছিলেন তিনি।