‘বাংলার সংস্কৃতি ক্ষতির মুখে, ইন্ডাস্ট্রি আর ঘুরে দাঁড়াতে পারবে না’, ক্ষোভ প্রকাশ রজতাভ দত্তের

রজতাভ দত্ত

বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে খলনায়ক রজতাভ দত্ত। তার কমেডিয়ান চরিত্রেও দর্শকের ভীষণ পছন্দের। গত তিন দশক ধরে রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। ১৯৯৫ সাল থেকে বড়পর্দা-ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন। পাশাপাশি বলিউডের কয়েকটি ছবিতে অসাধারণ অভিনয় দেখা গেছে তার।

পর্দায় রজতাভ দত্ত মানেই ঠাট্টা, তামাশা, থ্রিলার। একদিকে যেমন তিনি দাপুটে ভিলেন, অন্যদিকে কমেডি শো’য়ের ইউএসপি। এই মুহূর্তে নাটক, বড়পর্দা, ওয়েব সিরিজে ব্যস্ত এই অভিনেতা। খুব শীঘ্রই আসছে ‘ইকির মিকির’। ছবিতে ফের নেগেটিভ রোলে রজতাভ। এই মুহূর্তে ছোটপর্দায় দেখা যাচ্ছে না তাকে। ধারাবাহিকের জন্য একাধিক অফার পাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে টলিউড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা।

একটা সময় ছোটপর্দায় কাজ করতেন রজতাভ দত্ত। তবে সময়ের অভাবে সম্ভব হচ্ছে না। কারণ অভিনেতা মনে করে সিরিয়াল এবং ছবিতে একসঙ্গে কাজ করা উচিৎ নয়। তবে হাতে যখন আর সিনেমা থাকবে না আবার ফিরবেন ছোটপর্দায়। এমনটাই জানান রজতাভ।

একসময় টানা ১০ বছর রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে ছিলেন কিন্তু শো’য়ের নিয়ন্ত্রণ যখন মুম্বাইয়ের হাতে চলে যায়, তখন হিন্দির ট্যাগ লাইন বাংলা ভাষায় বলতে হত। যার অর্থ পুরোটাই আলাদা। এই প্রসঙ্গে রজতাভ ক্ষোভ প্রকাশ করে জানান, ‘বাংলার সংস্কৃতি ক্ষতির মুখে, তাই টলিউডের আর ঘুরে দাঁড়িয়ে বলিউডকে টেক্কা দেওয়ার ক্ষমতা নেই। কর্পোরেটের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা এই ইন্ডাস্ট্রির আর নেই”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here