‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে বাদ পড়ছে বাঙালি প্রতিযোগীরা, ক্ষোভ প্রকাশ বাঙালিদের

ইন্ডিয়ান আইডল

সোনি টিভি জনপ্রিয় শোয়ের মধ্যে একটি ‘ইন্ডিয়ান আইডল’। চলতি বছরের সিজেন ১৩ ব্যাপক হিট হয়েছে টিভির পর্দার। এই সিজেনের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল অধিকাংশ বাঙালি প্রতিযোগী। শো শুরুর দিকে অনেক বাঙালি দর্শক বলেছিলেন হিন্দি রিয়েলিটি শোয়ে বাঙালি প্রতিযোগীদের কদর দেওয়া হয় না। তাঁরই প্রতিচ্ছবি কি ফুটে উঠেছে এবারও?

কারণ চলতি সিজেনে শেষ তিন সপ্তাহ ধরে একের পর এক বাদ হচ্ছে বাঙালিরা প্রতিযোগীরা। যা দেখে ক্ষোভে ফুঁসছেন বাংলার দর্শকেরা। টপ ১০-এর তালিকায় যোগ্য হওয়া সত্ত্বেও কেন এলিমিনেট করা হচ্ছে তাদের? এমনটাই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে বিচারকদের।

গত তিন সপ্তাহে ‘ইন্ডিয়ান আইডল’ শো থেকে আউট হয়ে গিয়েছে সঞ্চারী ও প্রীতমের মতো বাঙালি প্রতিযোগীরা। আরও এক যোগ্য বাঙালি প্রতিযোগীর স্বপ্ন শেষ হয়ে গেল এই মঞ্চে। সেরা ১০ এর তালিকাতেও জায়গা করতে পারলেন না অনুষ্কা। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে বিচারকদের বারবার নিজের গানে মুগ্ধ করেছিল এই মেয়েটি। অনুষ্কা শো থেকে বাদ পড়ার পরেই এই হিন্দি শোয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বাঙালিরা।

কেউ বলছেন “স্ক্রিপটেড শো’। আবার কেউ বলছেন “প্রত্যেকবার এইভাবে বাঙালি প্রতিযোগীদের সঙ্গে অন্যায় করা হয়”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here