ফের বঞ্চিত বাঙালি! ইন্ডিয়ান আইডলের শুরুতেই বাদ পড়ল বাঙালি প্রতিযোগী, ক্ষোভ প্রকাশ দর্শকের

ইন্ডিয়ান আইডল

গতবার ইন্ডিয়ান আইডল ১৫-র ট্রফি জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছিল কলকাতার মেয়ে মানসী ঘোষ। এবারেও ইন্ডিয়ান আইডল ১৬-র চূড়ান্ত পর্বে রয়েছেন বাংলার তিন শিল্পী।

কিন্তু শুরুতেই বিরাট অঘটন, আগের সপ্তাহতেই ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে বাদ পড়েছেন বাংলার এক প্রতিযোগী। রবিবারের এপিসোডে বটম ৪-এ ছিল বাংলার দুজন। উত্তরবঙ্গের মেয়ে বনশ্রী এবার জাতীয় মঞ্চে। থিয়েটার রাউন্ডেও বনশ্রীর গান চমকে দেন বিচারকদের। যদিও এলিমিনেশনের খাঁড়া ঝুলছিল তাঁর মাথাতেও। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বনশ্রী।

রবিবারের এপিসোডে বাদ পড়েছেন কলকাতার ছেলে আরফিন রানা। শেষ সপ্তাহে কুমার শানুর কালজয়ী রোম্যান্টিক গান ‘ইস তারহা আশিকি কা’ গাইতে শোনা গেল আরফিনকে। আরফিনের গান বিচারকদের মনে দাগ কাটলেও অডিয়েন্স ভোটের বিচারে বাদ পড়েছেন তিনি।

অবশেষে ইন্ডিয়ান আইডলের মঞ্চে এখন দুই প্রতিযোগী বনশ্রী ও অঙ্কিতা। তবে মঞ্চ থেকে আরফিনের বিদায় ঘিরে হতাশ তার ভক্তরা।