বহু বছর পর আসছে বাংলা বিগ বস! কোথায় হবে এই শো? প্রতিযোগীর তালিকায় রয়েছেন কারা?

বাংলা বিগ বিস

বিগ বস মানেই আলাদা একটা উত্তেজনা। ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন এবার বাংলাতে আসতে চলেছে বিগ বস। স্টার জলসার চ্যানেলের তরফ থেকে আনা হবে এই রিয়্যালিটি শো। এর আগে ইটিভি বাংলার দুটি বাংলা বিগ বসের সিজেন চলেছে।

বাংলায় বিগ বিস সিজেন ২ এর পর আর এই শো আনা হয়নি। দর্শক বহুবার অনুরোধ জানিয়েছিলেন এই শো আনার জন্য। তবে এবার জলসার চ্যানেল নতুন করে সেই শো আনতে চলেছেন ।

বিগ বসের সঞ্চলনায় হোস্ট করবেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। জি-বাংলার দাদাগিরি শো ছেড়ে স্টার জলসার সঙ্গে চুক্তি হয়েছেন তিনি।

তবে বাংলার এই শো কোথায় হবেন? কারা রয়েছেন প্রতিযোগী তালিকার? শোনা যাচ্ছে, ২০২৬ সালে জুলাই থেকে তাঁকে স্টার জলসার এই শো দেখা যেতে পারে। মুম্বইয়ের প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এই শো। জানা যাচ্ছে, কলকাতা নয়, বরং মুম্বাইয়ে লোনাভালায় হবে শুটিং। যতদূর এই শো জিও হটস্টারে সম্প্রচারিত হবে।

তালিকায় কে কে থাকবেন ? বাংলা বিগ বসে কারা প্রতিযোগী থাকবেন এখনো সেই নিয়ে একেবারেই বাছাই পর্ব শুরু হয়নি। এই শোয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে শুধুমাত্র। তাই প্রতিযোগী কে কে থাকতে পারে এখনি বলা সম্ভব নয়।

তবে হিন্দি শোতে যেমম দেখা যায়, সিরিয়াল অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ইউটিউব ব্লগারদেরও আনা হয়। সেক্ষেত্রে বাংলাতেও তেমনটা হয়, তাহলে বাংলার প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে। যেমন – বং গাই, সান্ডি সাহা, লাফ্টার  সেন, আরজে প্রিয়াঙ্কা, প্রেরণা দাস, প্রীতি সরকার, মহুয়া গঙ্গোপাধ্যায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, সায়ক চক্রবর্তী, সুকান্ত কুণ্ডু প্রমুখ। দেখার বিষয় আদেও বাংলা বিগবসে তাদের সুযোগ দেওয়া হয় কিনা নাকি শুধুমাত্র টিভি এবং সিনেমার তারকারাই তালিকায় থাকবে এখনো কিছুই জানা যায়নি।