সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুললেই শোনা যাচ্ছে জনপ্রিয় বাংলা গান ‘হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে…পোড়া মন মানে না… সংসারে…। জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে এই জনপ্রিয় বাংলা গানটি শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের গলায়। আর তারপর থেকেই এই গানটি যেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে। এই গানের মধ্যে দিয়ে সাধারণ শিল্পীরা কেউ নাচ পরিবেশন করে আবার কেউ নিজের গলায় গান গেয়ে নিজেদের মতো করে তুলে ধরেছেন গানটিকে।
তবে এবার রানাঘাটের ভাইরাল হওয়া রানু মণ্ডলের গলায় শোনা গেল ‘যাবো না যাবো না ফিরে’। ব্যাস তাঁর গলায় এই গান শুনে সোশ্যাল মিডিয়ায় বেজায় চটলেন বাঙালি শ্রোতারা। গান গাইতে গাইতে লিরিক্স ভুলে গিয়েছিলেন রানুদি, আর তারপর নিজের মতো করেই কথা বসিয়ে গাইতে দেখা যায় তাকে। এই দৃশ্য দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনরা। শ্রোতাদের মতে গানটার একেবারে বারোটা বাজিয়ে ছাড়লো রানু মণ্ডল। অনেকে আবার বলেছেন “অরিজিৎ সিংয়ের সঙ্গে এনার তুলনা করা অযোগ্য”। বলাই বাহুল্য, রানু মণ্ডলের গলায় এই গান শুনে সোশ্যাল মিডিয়া তীব্র কটাক্ষে ভরে উঠেছে।
আসলে রানাঘাটের এই গায়িকার ভিডিওতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে একাধিক ইউটিউবারকে। আর তাদের অনুরোধে যে এই গানটি তিনি গেয়েছেন তা স্পষ্ট। কিন্তু শ্রোতাদের মতে, “গানটা এভাবে নষ্ট না করলেও পারত”।