পটকা অর্থাৎ অম্বরীশ ভট্টাচার্য ছাড়া বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ যেন ফিকে। হাসির রাজা পটকা ছাড়া কি খড়কুটো জমে? খড়কুটো ধারাবাহিকে তার অসাধারণ কমেডি অভিনয় বাংলা দর্শকে মাতিয়ে রেখেছে।
রাজা-গজা থেকে পটকা, বাংলা দর্শকের অক্সিজেন অম্বরীশ ভট্টাচার্য । টিভির পর্দায় অম্বরীশ দর্শকের মুখের হাসির কারণ। শুধু ছোট পর্দাই নয় পাশাপাশি বড় পর্দায়ও তার অভিনয় যথেষ্ট প্রশংসিত।
আট থেকে আশি সবার কাছে খুব প্রিয় মানুষ পটকা। যার অভিনয় দেখার জন্য মানুষ অপেক্ষা করে, তার নাকি কোনোদিন অভিনয় করার উদ্দেশ্যেই ছিল না। তবে এই মানুষটি ছোট ও বড় পর্দা মিলিয়ে প্রচুর কাজ করেছ।
View this post on Instagram
অন স্ক্রিনের পটকার মতোই বাস্তব জীবনে হাসিখুশি অম্বরীশ। টলির সবার কাছে বাস্তব জীবনে হাসির রাজা তিনি। নিপাট সাদাসিধা একটি মানুষ। এছাড়াও অভিনেতা বলেন তিনি নাকি খুব অলস প্রকৃতির।
অভিনয়ের পাশাপাশি তার গানের গলাও অসাধারণ। এইরকম একটি সাদাসিধা হাসিখুশির মানুষকে সবাই ভালোবাসে। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র।