বাংলা সিরিয়ালের জয়জয়কার! দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে স্বস্তিকার অভিনীত ধারাবাহিক

অনুরাগের ছোঁয়া

ভারতের সিরিয়ালের চাহিদা এখন তুঙ্গে। হিন্দি অথবা অন্য কোনও ভাষার ভারতীয় সিরিয়াল বিদেশে পাড়ি দিয়েছে বহুবার। রিমেক নয় বরং বিদেশের মাটিতে ডাবিং হয়েছে ভারতীয় সিরিয়াল। তবে আজকাল বাংলা সিরিয়াল পাড়ি দিচ্ছে বিদেশে ভাবা যায়? হ্যাঁ, এর আগে সোনামণি সাহার অভিনীত ধারাবাহিক ‘দেবী চৌধুরানী’ পাড়ি দিয়েছিল। এবার আরও এক বাংলা সিরিয়ালের নাম জুড়ল সেই তালিকায়।

এবার দেশের মাটি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিল স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক বাংলা টেলিভিশনের একসময় কতটা জনপ্রিয়তা লাভ করেছিল তা সবার প্রায় জানা। সূর্য-দীপা’র প্রেম কাহিনী-বিচ্ছেদ থেকে ছোট সোনা-রুপার গল্প সকলের মন জয় করে নিয়েছিল। টানা দেড় বছরের বেশি সময় ধরে বাংলার টপার ধারাবাহিক ছিল এটি।

এতদিন হিন্দিতে এই ধারাবাহিকের ডাবিং হয়েছে। তবে এবার অনুরাগের ছোঁয়া’র মুকুটে জুড়ল নতুন পালক। এবার ভারতের গন্ডি পেরিয়ে আফ্রিকায় পা রাখছে অনুরাগের ছোঁয়া। সেখানকার টিভিতে সেখানকার ভাষায় এবার ডাবিং হতে চলেছে বাংলার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। এবার সেখানকার টিভি সিরিয়ালের দর্শকেরাও অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তের অভিনয় দেখবেন। অনুরাগের ছোঁয়া’র কলাকুশলী এবং জলসার জন্য এটি বড় প্রাপ্তি।