আজ ছোটপর্দার সকলের প্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের শুভ জন্মদিন। ৩১-শে পা দিলেন ‘সোহাগ জল’-এর নায়িকা। শ্বেতা বাংলা সিরিয়ালের দর্শকের কাছে খুব প্রিয় একজন অভিনেত্রী। তার অভিনয় সকলের খুব পছন্দ। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমায়ও কাজ করেছেন।
মধেরাত থেকেই সহ-কর্মী এবং বন্ধুবান্ধবদের শুভেচ্ছা বার্তা পেয়েছেন শ্বেতা। অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় আপ্লুত তিনি। কীভাবে আজকের দিনটি সেলিব্রেট করছেন শ্বেতা?
নিজের জন্মদিন প্রেমিক রুবেল এবং পরিবারের লোকজনদের সঙ্গেই কাটিয়েছেন অভিনেত্রী। রুবেল তাকে দিয়েছেন সয়ারপ্রাইজ। তাদের ছবি জুড়ে আলো-কেক দিয়ে সুন্দরভাবে ঘর সাজিয়ে শ্বেতাকে সারপ্রাইজ দিয়েছেন ছোটপর্দার সৃজন। সেই ভিডিও শেয়ার করে রুবেল লেখেন, “আমাদের হ্যাপি বার্থ ডে।”
View this post on Instagram

