নতুন সিরিয়াল, নতুন ওয়েব সিরিজ সব মিলিয়ে বছরের শুরুতেই চূড়ান্ত ব্যস্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। যাকে আপনারা এর আগে ‘খুকুমণি হোম ডেলিভারি’, এবং ‘তুঁতে’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছেন।
খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে শুটিং শুরু হওয়ার কথা। তার আগেই ঘটে গেল বড় বিপদ। গাড়ি এক্সিডেন্টে গুরুত্বর আহত হলেন দীপান্বিতা। রক্তাক্ত হাতের ছবি শেয়ার করে লেখেন, ‘কপাল খারাপ’। অভিনেত্রী ছবি দেখার পর উদ্বিগ্ন হয়ে ওঠেন ভক্তরা। কি হয়েছে দীপান্বিতার?
শোনা যাচ্ছে, কিছুদিন আগে অভিনেত্রী গল ব্লাডারে অপারেশন হয়েছে। তাই বাড়িতে বিশ্রামে ছিলেন কিন্তু প্রয়োজনে তাকে বাড়ির বাইরে বেরোতে হয়। গাড়ির ড্রাইভার না থাকায় একটি বাইক বুক করেন দীপান্বিতা। কিন্তু দুর্ভাগ্যবশত বাইক এক্সিডেন্ট হয় ।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, দ্রুত চলছি বাইক কিছু বোঝার আগেই কোনও কিছুতে ধাক্কা মারে। আর ছিটকে পরে যান তিনি। হাতে চোট পেয়েছেন, সেলাইও পরেছে। তবে তিনি বিপদমুক্ত গুরুত্বর কিছু হয়নি।