বহরমপুরের ছেলে শোয়েব কবীর। হেয়ার স্কুল থেকে মাধ্যমিক এবং স্কটিশ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেই স্নাতক স্তরের পড়াশুনোর জন্য দেহরাদুন পাড়ি। তবে ছোট থেকেই চোখে ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন। মনে ছিল প্রবল জেদ। আর সেই জেদেই বাংলা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন এই বাঙালি তরুণ। কঠোর পরিশ্রমে আজ টলি ও বলিতে জায়গা আঁকড়ে রয়েছে বহরমপুরের শোয়েব।
View this post on Instagram
বর্তমানে কেরিয়ারের ব্যস্ততার জন্য কলকাতা-মুম্বইয়ে আনাগোনা। মুম্বই বিস্ফোরণ নিয়ে তৈরি ‘২৬/১১’ সিরিজে কাসভের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ে। অভিনয় করে বিরসা দাশগুপ্তর সিরিজ ‘ব্ল্যাক উইডোতে’ও। টলি পরিচালক অনীক দত্তর আসন্ন ‘অপরাজিত’ ছবিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি।
View this post on Instagram
বলাই বাহুল্য এই মুহূর্তে বলি টলি মিলিয়ে প্রচুর কাজ রয়েছে শোয়েব কবীর এর ঝুড়িতে। এসবের মাঝেই সুখবর দিলেন বাঙালি অভিনেতা। সুনীল শেট্টির প্রথম সিরিজে এবার অভিনয় করতে চলেছেন শোয়েব। এই সিরিজে বিবেক ওবেরয়, সোনালি কুলকার্নি, সিদ্ধার্থ মেননের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে তাকে।
View this post on Instagram
এই সিরিজে এক গ্যাংস্টার চরিত্রে রয়েছেন সুনীল শেট্টি এবং পুলিশের ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়। তবে এই সিরিজে সমকামী মানুষের ভালবাসার গল্পও বলবে। আর সেই চরিত্রেই রয়েছেন শোয়েব। চরিত্রের নাম কমল। গ্যাংস্টারের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ শোয়েব। আপাতত সিরিজে নিজের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে সে।