নজির গড়লেন আরও এক বঙ্গ সন্তান শঙ্খজিত দাস। আলিপুরদুয়ারের ছেলে শঙ্খজিত হাসিমুখে জয় করল বড় চ্যালেঞ্জ। এবছর ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ৯৯.৬৩ শতাংশ নম্বর পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করল এই বঙ্গ তনয়।
মধ্যবিত্ত পরিবারের ছেলে শঙ্খজিত ছোট থেকে স্বপ্ন দেখতেন বড় হয়ে একজন ডাক্তার হবে। তাদের এলাকায় ভালো ডাক্তার না থাকায় বরাবর তার ইচ্ছে ছিল ডাক্তারি পাশ করে চিকিৎসা করবেন এলাকাবাসীদের। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে নিট ইউজি পরীক্ষায় বসেন।
তবে পরিবারের পক্ষ থেকে তার পড়াশুনোর খরচ জোগানো সম্ভব ছিল না। বাবা বিদ্যুৎ দাস পেশায় সবজি বিক্রেতা। নিট ইউজি পরীক্ষায় প্রস্তুতির খরচ জোগানো সম্ভব ছিল না। অবশেষে নিজেই নিজের উপর ভরসা রাখেন এবং কোচিং ছাড়াই নিজে পড়াশুনো করে নিট ইউজি পরীক্ষায় বসেন এবং সফল হন। খুশির হাওয়া গোটা পরিবারে।
Source: www . exambangla . com