করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন সারদা পীঠ কর্তৃপক্ষ। এবার করোনা রোগীদের জন্য ৫০ বেডের সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিল। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন করোনা হালকা উপসর্গ রোগীদের জন্য ৫০ টি শয্যাবিশিষ্ট সেফ হোম তৈরি করবেন তারা।
সেফ হোম প্রতি বেডে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন সারদা পীঠের তরফ থেক। স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয় বালি নিকটবর্তী এলাকায় রোগীদের সেখানে রাখা হবে। যেসমস্ত রোগীদের ঘরে আলাদা থাকার মতো জায়গা নেই তাদের জন্য এই সেফ হোম।
সেফ হোমে করোনা রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসকদের পাশাপাশি মঠের স্বেচ্ছাসেবীরা থাকবেন। অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে এবং পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ রাখা হবে। এছাড়াও পালস অক্সিমিটার এবং ঔষধের ব্যবস্থা থাকবে এবং ৬ জন করে নার্স ডিউটিতে থাকবেন।
পরিষেবাটি চালানোর জন্য ৮০ লক্ষ্য অর্থের প্রয়োজন। ছাত্র-ছাত্রী এবং ভক্তদের তাদের সাধ্যমতো দান করছে এই অর্থ জোগাড়ের জন্য।