আশাকরি অভিনেতা নীল চ্যাটার্জীকে কম-বেশি সকলেই চেনেন। এই মুহূর্তে আপনারা তাকে নিয়মিত দেখতে পাচ্ছেন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে। ধারাবাহিকে অর্ক চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন নীল।
‘খেলনা বাড়ি’র আগে তাকে দর্শক চিনতেন মিঠাই ধারাবাহিকের আদিত্য আগরওয়াল হিসাবে। এছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে এর আগে তাকে দেখা গিয়েছিল। বলাই বাহুল্য, আজ দর্শকের কাছে খুব প্রিয় একজন অভিনেতা তিনি। নিজের অভিনয়ের মাধ্যমেই দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছেন।
তবে হয়তো অনেকেই জানেন না, নীল চ্যাটার্জী টলিউডের একজন বিখ্যাত পরিচালকের ছেলে। তবে ইন্ডাস্ট্রিতে আসার জন্য বাবার বা বাড়তি সুযোগ সুবিধা নেননি বরং নিজের কঠোর পরিশ্রমেই আজ তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন।
একবার ইউটিউবের এই সাক্ষাৎকারে ‘খেলনা বাড়ি’র অর্ক জানিয়েছিলেন, “ছোট থেকেই তার বাড়িতে অভিনয়ের পরিবেশ। তার বাবা বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক ইমন কল্যান চ্যাটার্জি। তার দাদু একজন জনপ্রিয় সংগীত শিল্পী। তবে এর জন্য নিজের ক্যারিয়ার গড়তে তিনি কোনও বাড়তি সুবিধা নেননি। অভিনেতার মতে কষ্ট করে সাফল্য পাওয়ার যে মজা রয়েছে সেটা কারো নাম নিয়ে সাফল্য অর্জনের মধ্যে নেই”।
অভিনেতা আরও বলেন, “২০০৪ সালে প্রয়াত হয়েছিলেন তার বাবা। তখন তিনি খুবই ছোট। তাকে পড়াশুনো করিয়ে মানুষ করে তোলার জন্য প্রচুর পরিশ্রম করেছেন তার মা। অভিনেতার মা অভিনয় জগতে ক্যারিয়ার নিশ্চয়তা নিয়ে প্রথমদিকে খুবই ভয় পেতেন। তাই মায়ের কড়া নির্দেশ ছিল গ্রাজুয়েশন শেষ করে তবেই অভিনয় পা রাখতে পারবেন নীল। এখনও পর্যন্ত মোট ২১ টা সিরিয়াল করেছেন। কখনও পজেটিভঁ তো আবার কখনও নেগেটিভ।