যার অভিনয় দর্শকের মন ভালো রাখে, তার নাম পার্থ সারথি দেব। বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা কমেডিয়ান অভিনেতা। নিজেকে আজ অন্যতম সফল অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই চূড়ান্ত সফলতার জার্নি খুব একটা সহজ ছিল না।
‘দিদি নং ১’ সেটে এসে নিজের জীবন যুদ্ধের কথা তুলে ধরেছেন এই অভিনেতা। টলিউডে নাম করার আগে অভিনেতা পার্থ সারথি দেব থিয়েটার করতেন। ১২ বছর থিয়েটার জগতে থাকলেও তেমন অর্থ উপার্জন করতে পারেননি। সংসারে অভাবের জন্য নাইটি-চুড়িদার কাটিং করে আবার সকাল ৩.৫০ ট্রেন ধরে হরিষা হাটে বিক্রি করতেন।
মাঝে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি পেলেও অভিনয়ের জন্য ছেড়ে দিয়েছেন। সংসারের খরচ চালাতে নাইটি-চুড়িদার বোঝাই ব্যাগ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এত কিছুর মাঝে তার অভিনেতা হওয়ার স্বপ্ন থমকে যায়নি।
কঠোর পরিশ্রম এবং প্রবল প্রচেষ্টায় এক ধারাবাহিকের ছোট অভিনয়ের সুযোগ পান। আর সেই অভিনয় ভাগ্যের শিকে ছেঁড়ে। প্রথম প্রথম নিজের খরচ দিয়ে বাস-অটো করে যাতায়াত করতে হত। প্রোডাকশন হাউজ তাকে গাড়ি বন্দোবস্ত করে দেননি। কিন্তু হাল ছাড়েননি এই অভিনেতা। সেখান থেকে আজ জনপ্রিয় অভিনেতা।
বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছেন তিনি। শুধু অভিনয় নয় বরং একজন দক্ষ গায়ক পার্থ সারথি দেব। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।