একসময় বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী ছিলেন পাপিয়া অধিকারী। যিনি একসময় ছোটপর্দা থেকে বড়পর্দায় রাজ করেছেন। শেষ কাজ করেছিলেন ‘দত্ত এন্ড বউমা’ ধারাবাহিকে। তবে বর্তমানে কাজ পাচ্ছেন না তিনি।
তার মতো একজন দাপুটে অভিনেত্রীকে এই ইন্ডাস্ট্রি ডাকছে না ক্ষোভ উগড়ে দিলেন পাপিয়া। বহুদিন হল অভিনেত্রীর হাতে কাজ নেই। বসে রয়েছেন তিনি। বলাই যায়, অভিনয় জগত থেকে হারিয়ে গেছেন পাপিয়া।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমার মতন একজন দাপুটে অভিনেত্রীকে কেন প্রযোজকেরা কাস্ট করে না সেটা তাদের ক্ষতি। আমার তাতে কোনো আক্ষেপ নেই। কৌশিক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে আগে যেকোনো ছবি রিলিজ হওয়ার আগে আমাকে ডেকে পরামর্শ নিত। সৃজিতও আমাকে সম্মান করে ভালোবাসে কিন্তু ওরা আমাকে কোনো ছবিতে নেয় না। আর অন্যদিকে শিবপ্রসাদ হয়তো ভাবছে আমার থেকে সেরকম কিছু পাবে না তাই ডাকছে না। আমি আসলে অনেক নাম করা অভিনেত্রী তাই হাত পেতে কারোর কাছে ভিক্ষে চাইতে পারি না।”