“আর্থিক সমস্যা কাটার আগেই…”, চরম দুশ্চিন্তায় অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র

মৈত্রেয়ী মিত্র

লম্বা বিরতির পর সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘শোলক সারি’তে আবারও কাজ শুরু করেছিলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। একসময় পরপর ধারাবাহিকে কাজ করলেও বর্তমানে তেমন কাজ আসে না। সম্প্রতি ‘শোলক সারি’ শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা যেন ঘিরে ধরেছে মৈত্রেয়ীকে।

শেষ শট দিয়ে খানিকটা মন খারাপ নিয়ে মেকআপ রুমে মৈত্রেয়ী বলেন, ‘আজকে যখন শেষ শট দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এলাম তখন মনে হচ্ছিল কেউ বলুক না না এখানেই তোমার শেষ নয়। যে কোনও কিছুর শেষ বড্ড কষ্টের, কাজে হোক বা জীবনের।’

খানিক চিন্তা থেকেই মৈত্রেয়ী বলেন, ‘আগে যেমন একটা ধারাবাহিক শেষ হওয়ার আগেই আমরা জেনে যেতাম নতুন কাজের কথা। কিন্তু এখন কাজ শেষ হলে কবে আবার কাজ পাব সেটা নিয়ে অনিশ্চয়তা থাকে, ভয়ও তৈরি হয়।’

‘কারন আমরা প্রত্যেকে খুব সংসারী মানুষ, আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব থাকে। যেহেতু আমি দীর্ঘ বিরতির পর এই কাজটা শুরু করি, তাই একটা আর্থিক বিপর্যয় তো ছিলই। সেই আর্থিক বিপর্যয় পুরোপুরি কাটার আগেই এই ধারাবাহিকটা শেষ হয়ে গেল।’

‘মানুষ ভাবে আমরা যারা এই জগতে আছি তাদের সবকিছুই ভাল, কিন্তু আমাদেরও নিজেদের লড়াই থাকে, আমাদেরও সেই কঠিন লড়াইটা লড়তে হয়। কিন্তু সেটা হয়তো অনেক সময় সামনে আসে না। তাই যেদিন থেকে শুনেছি ধারাবাহিক শেষ হচ্ছে সেদিন থেকেই দুশ্চিন্তা শুরু হয়েছে।’

অভিনেত্রীর কথায়, ‘আশা করি নতুন চরিত্রে আবার দর্শকদের কাছে ফিরতে পারব। শুধু এটুকুই চাই যে সবাই যেন সবাইকে ভালবাসেন, প্রত্যেকে যেন কাজ পান এবং নিজেদের মতো কাজ করে ভাল থাকতে পারেন। কারণ এই সময়ে কাজ পাওয়াটা খুব জরুরী।’