বাংলা টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। যার মুখ্য ভূমিকায় রয়েছেন নবাগত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু।
ধারাবাহিকে অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় দুজনেই নতুন মুখ। তাদের জুটি দর্শকের ভীষণ পছন্দের। তবে জানেন কি জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতার ছোটপর্দায় এটি মোটেই প্রথম কাজ নয়। এর আগেও সিরিয়ালে কাজ করেছেন অঙ্কিতা।
এই মুহূর্তে নায়িকা হয়ে ছোটপর্দা কাঁপালেও অঙ্কিতা আগে সিরিয়ালে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, সেই ধারাবাহিকও ভালো জনপ্রিয় ছিল। স্টার জলসায় ‘বিক্রম বেতাল’-এ সাইড রোলে অভিনয় করছেন ‘জগদ্ধাত্রী’র নায়িকা। তার চরিত্রের নাম ছিল দামিনী। ‘বিক্রম বেতাল’ এর শুটিং ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অনেক আগেই শেষ হয়ে যায়। অনেক পরে এই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচার হয় অর্থাৎ অঙ্কিতার প্রথম কাজ জগদ্ধাত্রী নয়, বরং ‘বিক্রম বেতাল’।