‘ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা’! নাম না করেই ঋতুপর্ণাকে কটাক্ষ করলেন শ্রীলেখা মিত্র?

শ্রীলেখা মিত্র

আজ সকালে কলকাতা বিমানবন্দরে বিপাকে পড়েন টলির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একটু দেরি হওয়ায় উঠতে দেওয়া হল না বিমানে। শুটিংয়ে যাওয়ার সময় এই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্তের লেখা পোস্ট অনুযায়ী, “কলকাতা থেকে আমেদাবাদের ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার। বোর্ডিং এর জন্য সময় ছিল ৪.৫৫ মিনিট। কিন্তু ঋতুপর্ণা গিয়ে পৌঁছান ৫.১০ মিনিটে। ততক্ষণে বোর্ডিং গেটও বন্ধ হয়ে গিয়েছে। অনেক অনুরোধ, কান্নাকাটি করার পরও অভিনেত্রীকে উঠতে দেওয়া হয়নি বিমানে। অভিনেত্রীর দাবি, “সাত থেকে আটবার ইন্ডিগোর বিমানে যাতায়াত করেছেন তিনি, অনেকের কর্মীদের সেলফি তোলার আবদারও মিটিয়েছেন। কিন্তু আজ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি”।

সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থার প্রতি ক্ষোভ জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। আর ঠিক ঘণ্টা কয়েক পরেই ফেসবুকে এক মন্তব্য করে বসলেন শ্রীলেখা মিত্র। ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা’। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। অনেকের প্রশ্ন, নাম না করেই কি ঋতুপর্ণাকে খোঁচা শ্রীলেখা?

যদিও আনন্দ বাজার অনলাইনকে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, “তিনি কারো বিরুদ্ধে কিছু বলেননি। তার সাথেও বিমান বন্দরে একটি ঘটনা ঘটেছিল। তাই এই পোস্ট’।  অভিনেত্রী আরও জানান, “সকলের কাজই গুরুত্বপূর্ণ। সময়মত না পৌঁছালে কারো জন্য বিমান অপেক্ষা করবে না”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here