আজ ফের প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। ফুলকি ধারাবাহিককে হারিয়ে বাংলার সেরা মুকুট ছিনিয়ে নিল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। TRP-র তালিকায় বাংলার টপার স্থানে চলে এলো ফের সৃজন-পর্ণা।
অন্যদিকে খেল দেখালো জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। গত দুই সপ্তাহ ধরে ফুলকি এবং গীতা এলএলবি ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে দিয়েছিল। এবার নিজের ফর্মে ফিরে এলো জ্যাস সানাল। ‘গীতা এলএলবি’-কে হারিয়ে তৃতীয় নম্বর ছিনিয়ে নিল জগদ্ধাত্রী ধারাবাহিক।
আইপিএল শুরু হওয়ায় সব ধারাবাহিকের টিআরপির নম্বর কমেছে। চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ যার প্রাপ্ত নম্বর ৭.৮, দ্বিতীয় স্থানে ৭.৬ নম্বর নিয়ে ফুলকি। ৭.৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জগদ্ধাত্রী। ৬.৯ এবং ৬.৫ নম্বর নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে গীতা এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। এই সপ্তাহে কথা এবং অনুরাগের ছোঁয়া অনেকটাই পিছিয়ে পড়েছে।
প্রথম – নিম ফুলের মধু ৭.৮
দ্বিতীয় – ফুলকি ৭.৬
তৃতীয় – জগদ্ধাত্রী ৭.৩
চতুর্থ – গীতা LLB ৬.৯
পঞ্চম – কোন গোপনে ৬.৫
ষষ্ঠ – কথা ৬.৩
সপ্তম – কার কাছে কই মনের কথা । অনুরাগের ছোয়া ৫.৫
অষ্টম – বধূয়া ৫.১
নবম – জল থই থই ভালোবাসা । আলোর কোলে ৫.০
দশম – মিঠিঝোড়া ৪.৭