‘বড় বড় ছেলেমেয়েদের মায়ের চরিত্র অভিনয় আমি করতে পারব না’, একাধিক সিরিয়ালে ডাক পেয়েও প্রস্তাব ফিরিয়ে দেন বাসবদত্তা

বাসবদত্তা চট্টোপাধ্যায়

বাংলা টেলিভিশনের একজন সুশীল অভিনেত্রী হলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। যিনি পর্দায় কখনো নায়িকা, কোনও বোন, কখনো মায়ের চরিত্রে অভিনয় করে থাকেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি-বাংলার নতুন চ্যানেলের ধারাবাহিক ‘ST বেঙ্গল’-এ। একটি বাচ্চার মায়ের চরিত্রে অভিনয় করছেন।

বহুদিন বাদে আবার ছোটপর্দায় ফিরলেন বাসবদত্তা। কারণ এক সময় তিনি বহু মেগা ধারাবাহিকের অফার ফিরিয়ে দেন। শোনা যায় নেতাজি ধারাবাহিক করার পর থেকে একের পর এক মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তার কাছে। তাও আবার বড় ছেলেমেয়েদের মায়ের চরিত্রে যা একেবারেই তিনি করতে রাজী নন।

আম অর্পিতার ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমি নেতাজি করার পর থেকে একের পর মায়ের চরিত্রে সুযোগ পেয়েছিলাম। এখন মায়ের চরিত্রে রাজী হয়েছি কারণ সেটা ছোট বাচ্চা কিন্তু বড় বড় ছেলে মেয়েদের মায়ের চরিত্রে আমাকে কাস্ট করা হচ্ছিল যেগুলো আমি করতে পারব না।”

অভিনেত্রী আরও বলেন, ‘এটা বড় সমস্যা কারণ আমাদের বয়সী অভিনেত্রীরা এখন মায়ের চরিত্রে অভিনয় করছেন যার জন্য শুনতে হয় তুমি কেন করবো না। ও করছে বলে আমাকেও করতে হবে এরকম কোনও কথা নেই। এদিকে আগের প্রজন্মের অভিনেত্রীরা কাজের অভাবে বসে রয়েছে এটা খুব কষ্টের।”