শৈবাল মিত্রের পরিচালনায় বড় পর্দা আসছে নতুন বাংলা ছবি। ছবির নাম ‘ঘাসফুল’। পাঠিকা এবং তার কবি’র সম্পর্কের গল্প বলবে এই ছবি।
শোনা যাচ্ছে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার এবং সৌমিলি ঘোষ বিশ্বাস। কবি সোমেশ্বর বসুর চরিত্রে থাকবেন দেবশঙ্কর হালদার এবং তাঁর পাঠিকার চরিত্রে থাকবেন বাসবদত্তা। সৌমিলি ঘোষ বিশ্বাসকে দেখা যাবে ঘাসফুলের দিদি দিঘির চরিত্রে।
এছাড়াও অনন্যা চরিত্রে থাকবেন অর্ক দেব, নিমাই ঘোষ, অসীম রায়চৌধুরী প্রমুখ। শোনা যাচ্ছে ছবির শুটিং শুরু হয়ে গেছে।