অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ। এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পারছেন জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। সুচরিতা চরিত্রে অভিনয় করে ভালো প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বয়েই গেল’ ধারাবাহিকের মাধ্যমে।
‘বয়েই গেল’ ধারাবাহিকের কৃষ্ণা চরিত্রে মধ্যে দিয়েই দর্শকের কাছে প্রথম পরিচিতি লাভ করে যদিও মাঝপথে এই ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। ছোটপর্দা ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি শুরু করেন বাসবদত্তা। তারপর একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন।
ছোটপর্দার পাশাপাশি ‘শ্রাবণের ধারা’, ‘রক্ত রহস্য’, ‘আসা যাওয়ার মাঝে’, ‘তখন কুয়াশা ছিল’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। আজ ইন্ডাস্ট্রিতে একজন সফল অভিনেত্রী হলেও তাকে অভিনয় জীবনে শুনতে হয়েছিল অনেক কটাক্ষ।
জোস টক বাংলায় সেই অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি। বাসবদত্তা জানান, “ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। তারপর থেকেই মা তাকে মানুষ করেছেন। সেই সময় আত্মীয় স্বজনরাও অনেক কিছু বলেছিল তার মাকে। কিন্তু মেয়েকে মানুষ করার জন্য অভিনেত্রী মা চাকরি করেননি। অভিনেত্রীর মা শুধু চেয়েছিলেন তিনি যেন একজন ভালো মানুষ তৈরি। অভিনেত্রীর মতে, ভালো মানুষ হতে পেরেছি কিনা জানি না, তবে বেপরোয়া হইনি”।
বাসবদত্তা আরও বলেন, “প্রথম অভিনয়ের সুযোগ আসে ‘গানের ওপারে’ ধারাবাহিকে। এরপর ‘বয়েই গেল’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা মেলে। যদিও মাঝে ধারাবাহিক ছেড়ে দেন তিনি। তবে এরপরে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছিল তাকে।
“যেহেতু তিনি প্রথম থেকে শাড়ি পড়া, চুলে বেনুনি বাধা এরকম সাজের চরিত্রে অভিনয় করে এসেছেন। তাই তার বাইরে গিয়ে যখন অভিনয় করার কথা ভেবেছেন, তখন অভিনেত্রীকে বলেছিলেন “তোমাকে এইরকম চরিত্রে ঠিক মানাবে না, তোমাকে একদম ভালো লাগবে”। কাজের ক্ষেত্রে অনেক বাধা আসে কিন্তু দিনের শেষে অভিনেত্রীর নিজের মনের কথা শুনেছে এবং সেটাই করেছে যেটা ঠিক মনে হয়েছে”। নিজের সিদ্ধান্তেই চরিত্র পছন্দ করেছেন এবং দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তাই অভিনেত্রী মনে করেন সবার আগে নিজের মনে কথা আগে শোনা উচিত।
View this post on Instagram