‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সুবাদে অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী দর্শকমহলে অতি পরিচিত মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই চেনা মুখ হয়ে উঠেছিলেন তিনি।
এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন বর্ণিনী চক্রবর্তী। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। মিঠিঝোরা ছাড়াও পুবের ময়নাতে অভিনয় করেছেন।
তবে এবার আরও এক নতুন চরিত্রে তাকে দেখবেন দর্শক। সান বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘আকাশ কুসুম’-এ এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে তার চরিত্রে নাম ‘মিষ্টি’। দেখার বিষয় নামের মতোই তার স্বভাব মিষ্টি কিনা।