ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে গোটা দেশে নজির গড়ল কালনার শিশু কন্যা। বয়স মাত্র ৩। মন্তেশ্বর থানার অন্তর্গত পানবরেয়া গ্রামের এই খুদের কান্ডে তাজ্জব গোটা দেশ।
শিশুটির নাম সারা মণ্ডল। কর্মসূত্রে সারার বাবা-মা কালনায় থাকেন। ২০২১ সালে জন্মগ্রহণ করেন সারা। ছোট বয়সেই কুড়িটি রাজ্যের নাম, ৬টি স্বাস্থ্যকর খাবার, ১০টি অস্বাস্থ্যকর খাবারের নাম, ১৩ টি সবজি ১৩টি নার্সারি লেভেলের কবিতা ও পাঁচটি ড্রাই ফুডস এর নাম ইংরাজি এবং বাংলাতে বলে সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলে ফেলেছে।
সুত্রঃ https://bengali . news18.com/news/south-bengal/east-bardhaman-news-this-baby-girl-from-burdwan-made-her-name-in-the-india-book-of-records-l18-sanj-local18-2019964.html