বছরের শুরুতেই একের পর এক নক্ষত্র পতন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়-এর পর চলে গেলেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর।
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, গত একমাস ধরে শারীরিক সমস্যা ছিল তার। গত এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’তে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বলিউডে ‘ডিস্কো ডান্সার’ থেকে বাংলায় ‘অমর প্রেম’, একাধিক গানে সুর দিয়েছেন তিনি। তাকে “সোনার মানুষ” বলা হত। বাপ্পি লাহিড়ীর আচমকা মৃত্যু সংবাদে শোকস্তব্ধ বলি-টলি গোটা সঙ্গীত জগত।