বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ! গত ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান । দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। এক সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। এরপর জানা যায় তার রক্তে সংক্রমণ রয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা।
তারপর ধীরে ধীরে অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু কোনোভাবেই বাঁচানো যায়নি অভিনেত্রীকে। বাংলাদেশের চিকিৎসা কাঠামো ভালো নেই এমনিতেই।
গত ৪ জানুয়ারি মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৮ বছর৷ অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত।