যেকোনো জিনিস পুরনো হলে তার কদর কমবে এটা স্বাভাবিক। ঠিক তেমনি বাংলা ধারাবাহিকগুলির ক্ষেত্রেও। বছরের পর বছর চলতে থাকলে গল্পে একঘেয়েমি ব্যাপার চলে আসে। যেমন ধরুন, স্টার জলসার ‘কে আপন কে পর’। চার বছর ধরে এই সিরিয়াল টিভির পর্দায় সম্প্রচারিত হয়ে এসেছে। তবে প্রথম দুই বছরের সেই জনপ্রিয়তা শেষের দিকে ফিকে হয়ে গিয়েছিল।
এবার গুঞ্জন শোনা যাচ্ছে নাকি বন্ধ হতে চলেছে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া জি-বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা একটু হলেও কমে গিয়েছে। আর হবেই বা না কেন ধীরে ধীরে ২ বছরে যাত্রায় পা রাখতে চলেছে মিঠাই ধারাবাহিক। যদিও বিচার করলেও এখনও টিভির পর্দায় অধিকাংশ লোকজন দেখছেন এই ধারাবাহিক। তাহলে?
আসলে পুজোর পর পুরনো নায়িকাদের একগুচ্ছ ধারাবাহিক আসতে চলেছে জি-বাংলায়। এই খবর ছড়িয়ে যাওয়া মাত্রই গুঞ্জন উঠেছে ‘মিঠাই’ নাকি বন্ধ হয়ে যাবে। যদিও এই খবর পুরোটাই গুঞ্জন। এখনও অফিশিয়ালি আমরা কিছুই জানতে পারনি। তবে কিছু কিছু গুঞ্জন মিলেছে তার প্রমাণও আমরা পেয়েছি। এবার দেখার মিঠাই কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে?
শুরু হলেও তার শেষ আছে এতাই বাস্তব। তবে মিঠাই ধারাবাহিক যে মিঠাই ভক্তদের অক্সিজেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। ধারাবাহিক শেষ হওয়ার খবরে বেজায় মন খারাপ ভক্তদের।