স্টার জলসার একগুচ্ছ বাংলা ধারাবাহিকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচার (Tiyasha Lepcha) অভিনীত ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)। ‘কৃষ্ণকলি’র জনপ্রিয় জুটিকে ফেরাতেই আবার পর্দায় ভালো সাফল্য পায়।
প্রথমদিন থেকেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। বাংলা মিডিয়াম ভার্সেস ইংরেজি মিডিয়ামের চিরাচরিত প্রতিদ্বন্দ্বীতা নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক ইংরেজি মিডিয়াম স্কুলের মালিক এবং নায়িকা বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষিকা। শহরে এসে ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষিকা হয়ে সকলের কাছে বাংলা মিডিয়ামের গুরুত্ব তুলে ধরেছিলেন।
ইন্দিরা এবং বিক্রমের বাংলা মিডিয়াম ভার্সেস ইংরেজি মিডিয়ামের লড়াই দেখতে ভীষণ পছন্দ করতেন। তবে নতুন ধারাবাহিক আসার ফলে রাতারাতি কোপ পড়ে এই ধারাবাহিকের উপর। নতুনকে স্বাগত জানাতে বিদায় জানাতে হয় পুরনোকে। কালের নিয়ম মেনেই নতুন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ র জন্য বিদায় নিতে হল ‘বাংলা মিডিয়াম’কে।
বন্ধ হল বাংলা মিডিয়াম ধারাবাহিকের শুটিং। আজ শেষ দিনে শুটিং সেট থেকে তোলা একগুচ্ছ ছবি ভিডিওর মাধ্যমে শেয়ার করে অভিনেতা নীল ভট্টাচার্য লেখেন, “প্রচুর ভালো স্মৃতি সাথে বিদায় জানাচ্ছি”। স্বাভাবিকভাবেই শুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ ছিলেন সকলে। মাত্র ১১ মাসেই শেষ হল বাংলা মিডিয়াম ধারাবাহিকের যাত্রা।
View this post on Instagram