‘বাংলা সিনেমা এখন মৃত, সিরিয়ালের নায়ক-নায়িকারা সব সিনেমা করছে’, মুখ খুললেন ‘ইচ্ছে পুতুল’ খ্যাত জিষ্ণু ওরফে অভিনেতা শমীক চক্রবর্তী

শমীক চক্রবর্তী

যারা বাংলা সিরিয়াল দেখেন তারা আশাকরি শমীক চক্রবর্তীকে চেনেন। ছোটপর্দায় এখন তিনি হিরো জিষ্ণু নামেই বেশি পরিচিত। আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে। তার আর মেঘের জুটি প্রধান জুটিকেও ছাপিয়ে গেছে। বর্তমানে আরও একটি ধারাবাহিকে তাকে ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে পডকাস্টে ইন্ডাস্ট্রির নিয়ে বেশ কিছু কথা শেয়ার করেছেন অভিনেতা। ইন্ডাস্ট্রি ‘ডার্ক সিক্রেট’ও ফাঁস করেছেন তিনি। কৃষ্ণনগরের ভূমিপুত্র শমীক অভিনয় সূত্রেই কলকাতায় বসবাস। বেশ কয়েক বছর হয়ে গেলেও তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এই ইন্ডাস্ট্রি ভালো-খারাপ নিয়ে অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।

তবে তার একটি বক্তব্য বেশ শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা সিনেমার প্রসঙ্গে ছোটপর্দার জিষ্ণু বলেন, “বাংলা সিনেমা এখন প্রায় মৃত। নতুন তারকা এখন আর তৈরি হয় না। বাংলা সিনেমার শেষ তারকা দেব।” বনি সেনগুপ্ত নাম বললে হেসেই ফেলেন অভিনেতা। শমীককে জিজ্ঞেস করা হয় তিনি বাংলা সিনেমা করতে ইচ্ছুক কিনা? উত্তরে অভিনেতার স্পষ্ট জবাব,  “ভালো বাংলা সিনেমা কোথায়? কে কাজ দেবে?”

অভিনেতা বলেন, “এখন সিরিয়ালের মানুষরা সব সিনেমা করছে। আর সিনেমার তারকারা সিরিয়াল!” অভিনেতার এই বক্তব্য শুনে অনেকে বলেছেন তিনি মিঠাই ওরফে সৌমিতৃষার নাম না নিয়েই খোঁচা মেরেছেন। আর এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয় ফ্যান পেজে।