জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবরই তুঙ্গে। অনেকদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, কবে ফের আসবে ‘বিগ বস’ বাংলা। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। সৌরভ গাঙ্গুলির হাত ধরে স্টার জলসার পর্দায় আসতে চলেছে ‘বিগ বস’-র সিজন ৩। সঞ্চালনার দায়িত্বে স্বয়ং দাদা।
জানা যাচ্ছে, ২০২৬-এর জুন- জুলাই মাস নাগাদ সম্প্রচারিত হবে ‘বিগ বস’ বাংলা। এখানেই শেষ নয়। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে প্রতিযোগীদের নাম। বাংলা ‘বিগ বস’ এর প্রতিযোগী হিসাবে উঠে এসেছে তৃণা সাহা, নীল ভট্টাচার্য এবং সুদীপ্তা ব্যানার্জীর নাম।
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম এর তরফে সুদীপ্তার সঙ্গে যোগযোগ করা হলে সুদীপ্তা জানান, ‘বিষয়টি আমার কানেও এসেছে। কিন্তু সত্যি, এ রকম কিছু ঘটছে কি না কিছুই জানি না। আমায় এখনও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।’
প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় ‘বিগ বস’ বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় ‘বিগ বস’ বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।