তিয়াসা রায় ওরফে কৃষ্ণকলির শ্যামা দর্শকের কাছে খুব কাছের মেয়ে। রিয়েল নামের চেয়ে রিল নামেই তাকে মানুষ আজ চেনে। খুব শীঘ্রই টিভির পর্দায় আসতে চলেছে তার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’।
এই শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা রায়ের বাড়ি বনগাঁয়। এবং তাঁর শ্বশুরবাড়ি গোবরডাঙায়। গোবরডাঙার কলেজে জার্নালিজ়ম নিয়ে পড়াশুনো করেন অভিনেত্রী।
থিয়েটার করার সময় তাঁর আলাপ হয় সুবান রায়ের সঙ্গে। তারপর বিয়ে এবং চুটিয়ে সংসার। বিয়ের ছয় বছর পর সুযোগ পান অভিনয় জগতে। বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখেন কৃষ্ণকলি ধারাবাহিকের হাত ধরে। প্রথম থেকে তার ধারাবাহিক টিআরপির শীর্ষে।
কৃষ্ণকলির শ্যামা তার অভিনয়ের মাধ্যমে বাংলা দর্শকের মনে জায়গা দখল করে নেয়। শ্যামা এখন বাংলার ঘরের মেয়ে। তবে এত সুন্দর অভিনয় যার সেই তিয়াসা কোনদিনও চাননি অভিনয় করতে। বরং ছোটবেলায় অভিনয়ের কথা শুনলেই রেগে যেতে যেতেন।
অভিনয় জগত নিয়ে তার ধারনা অন্য ছিল। তবে কৃষ্ণকলি ধারাবাহিকে সুযোগ পেয়ে তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছেন। এখন তার অন্য সুর, অভিনয় জগত বেশ মজার। কৃষ্ণকলির সেটে সারাদিন ধরে হাসি মজায় কেটে যায়। মনে দুঃখ থাকলেও শুটিং সেটে তাকে হাসতে হবেই। এমনকি অভিনয়ের জন্য পড়াশুনো বন্ধ রাখতে চান অভিনেত্রী।