স্টার জলসার ‘রাখি বন্ধন’ সিরিয়ালের হাত ধরেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন খুদে শিল্পী বন্ধন অরফে সোহম বসু রায়চৌধুরী। ছোট রাখির পাকাপাকা কথার পাশাপাশি মন জয় করছিল তার দাদা বন্ধনের অনবদ্য অভিনয়। তবে এই মুহূর্তে তাঁকে শিশু শিল্পী বলা ভুল হবে। কারণ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে সোহম।
‘বেহুলা’ সিরিয়ালের হাত ধরেই প্রথম পর্দায় শিশুশিল্প হিসাবে অভিনয় জগতে পা রাখেন সোহম। এরপর দর্শকের কাছে পরিচিতি পান যীশু সেনগুপ্তের ‘অপরাজিত’ সিরিয়ালে হাত ধরে। তবে ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের পর তাদের আর পর্দায় দেখা যায়নি। মাঝে তার কামব্যাকের খবর পাওয়া যায় একটি সিরিয়ালের। সেই খবর ভুয়ো ছিল। কিন্তু এবার সত্যিই সত্যিই পর্দায় ফিরছেন আপনাদের সকলের প্রিয় বন্ধন। সেকথা নিজে মুখেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
ছোটপর্দা ন্য়, দীর্ঘ পাঁচ বছর পর বড়পর্দার হাত ধরে ফিরছেন সোহম বসু। এবার তিনি নারায়ণ দেবনাথের ‘নন্টে ফন্টে’র নন্টের চরিত্রে। নন্টে ফন্টে নিয়ে সিনেমা সেলুলয়েডে এই প্রথম। পরিচালনার দায়িত্বে অনির্বাণ চক্রবর্তী। ছবিতে থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়, সোহম বসু চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, লামা, কাঞ্চনা মৈত্র, সুমিত সমাদ্দার-সহ আরও অনেকে। এই সিনেমার লুক সেটেও হাজির হয়েছিলেন স্রষ্টা। ‘নন্টে’ চরিত্রে অভিনয় করে খুবই উত্তেজিত সোহম।