৯ বছর পর ফের নায়ক হয়ে বাংলা সিরিয়ালে ফিরল ‘বন্ধন’ ওরফে সোহম বসু রায়

সোহম বসু রায়

মনে আছে স্টার জলসার ‘রাখি বন্ধন’ সিরিয়ালের কথা? রাখি ও বন্ধন এই দুই ছোট খুদের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জনপ্রিয়তার সঙ্গে টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। বন্ধন চরিত্রে অভিনয় করে ছোট বয়সে দর্শকদের মুগ্ধ করেছিলেন শিশুশিল্পী সোহম বসু রায় চৌধুরী।

তবে এই মুহূর্তে তাঁকে শিশু শিল্পী বলা ভুল হবে। কারণ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে সোহম। তবে নিজেকে অভিনয় থেকে একেবারেই গুটিয়ে রেখেছেন সোহম। ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের পর ছোটপর্দায় আর দেখা যায়নি সোহমকে।

এই মুহূর্তে বড় খবর, ৯ বছর পর বাংলা সিরিয়ালের নায়ক হয়ে ফিরছে বন্ধন ওরফে সোহম চৌধুরী। আকাশ আটের জনপ্রিয় ধারাবাহিক খনার কাহিনী’ তে মিহির চরিত্রে দেখা যাবে সোহমকে। ধারাবাহিকে একেবারে অন্যরকম লুকে দেখা মিলল পর্দার বন্ধনের।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ৭ বছর পর মুখোমুখি হবে খনা আর মিহির, এখন তারা পূর্ণাঙ্গ যুবক-যুবতী। নালন্দা থেকে পাঠ নিয়ে দেউলির রাজবাড়িতে এতদিন পর ফিরে আসে মিহির। কিন্তু সেদিনই রাজকুমারী খনার সয়ম্বরের দিন। কার গলায় মালা দেবে খনা? এতদিন পর সখা মিহির কে দেখে কী প্রতিক্রিয়া হবে খনার? তাদের বন্ধুত্ব কী পরিণতি পাবে?