রামপ্রসাদের পুজোয় বামাখ্যাপা, তারা মাকে খাইয়ে সেই খাবার খেলেন সব্যসাচী

সব্যসাচী

পর্দার গল্প যেন বাস্তবে পরিণত পেল। স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’-এর সাধক বামাখ্যাপা অর্থাৎ অভিনেতা সব্যসাচী চৌধুরী অফ স্ক্রিনের সেই দৃশ্য নিজের বাস্তব জীবনে পূরণ করল। তারা মাকে খাইয়ে সেই খাবার নিজেও খেলেন সব্যসাচী।

না এটা মহাপীঠ তারাপীঠের দৃশ্য নয় এটা রামপ্রসাদ মাইতির বড় মায়ের পুজোর দৃশ্য। ব্যাপারটা হল রামপ্রসাদ মাইতি প্রতি বছর অঞ্চলে বড় মায়ের পুজো করেন। ডোমজুড় টোলট‍্যাক্সের কাছে রামপ্রসাদবাবুর পুজোটি হয়। আর সেই পুজোয় আমন্ত্রিত ছিলেন সব্যসাচী অর্থাৎ ছোট পর্দার বামাখ্যাপা।

গত বছরও হাওড়ার জুজারশা অঞ্চলের বাসিন্দা রামপ্রসাদ মাইতি সব্যসাচীকে ‘বড় মার’ পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু করোনার জন্য তিনি উপস্থিত হতে পারেননি। তাই এই বছর তিনি রামপ্রসাদের ডাকে সাড়া দিয়েছেন।

বামাখ্যাপা অর্থাৎ অভিনেতা সব্যসাচী চৌধুরী লাল রঙের পাঞ্জাবী, গলায় বাসন্তী রঙের উত্তরীয় পরে মায়ের টানে চলে যান “বড় মার” পুজোয়। সেখানে গিয়ে অন স্ক্রিনের মতো বাস্তবে নিজের হাতে মায়ের পুজো করেছেন। ভক্তদের মালা দিয়ে তারা মাকে সাজিয়েছেন। তারা মাকে ভোগ প্রসাদ খাইয়ে দিয়েছেন নিজের হাতে আবার সেই প্রসাদ একই পাত্রে নিজেও খেয়েছন। ঠিক পর্দার বামাখ্যাপা যেমন করেন।

অভিনেতা সব্যসাচী বলেন, “পর্দায় আমি যেমনভাবে পুজো করি, ঠিক তেমন ভাবেই পুজো দিয়েছেন মায়ের”। জল খাইয়েও সেই জল নিজের জিভে ঠেকাতে ভোলেননি অভিনেতা।

সব্যসাচী জানায়, আমি এর মধ্যেই শান্তি খুঁজে পাই, এতেই আমি অভ্যস্ত”। তিনি আরও জানান “প্রচুর দর্শনার্থী ভিড় করেছিলেন, আমার পা ছুঁয়ে  সাষ্টাঙ্গে প্রণাম করেন। আমার খুব অস্বস্তি হয় তখন। সাধককে স্মরণ করে বলি এসব তোমার পাওনা। আমিতো শুধুই নিমিত্ত”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here