অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক ‘অমর সঙ্গী’। জি-বাংলা দুপুর ২.৩০ টে থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।
নিখাদ প্রেমের কাহিনী ঘিরে ধারাবাহিকের গল্প। সবে মাত্র ২ দিন হল ধারাবাহিকটি শুরু হয়েছে পর্দায়। আর প্রথম দিনেই ধারাবাহিকের গল্প দর্শকের মন জিতে নিয়েছে। ধারাবাহিকের প্রথম দিনে দেখানো হয় নায়ক মধ্যবিত্ত বাড়ির ছেলে যিনি গাড়ির মেকানিক। তবে সে স্বপ্ন দেখে বড়লোক হওয়ার। তবে আগে ভালো মানুষ হতে চায়। অন্যদিকে নায়িকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এক কোম্পানিতে সেল্স গার্লের চাকরি করে। গ্র্যাজুয়েশনের গণ্ডি পেরোইনি সে তবে নিজের যোগ্যতায় বাবা-দাদার পাশেই দাঁড়িয়েছে।
ধারাবাহিকের আজকের পর্বে নায়ক-নায়িকা প্রথম দেখা হবে। আর প্রথম দেখাতেই নায়িকার প্রেমে পড়ে যায় নায়ক। আর এরকম গল্প মন জয় করে নেয় দর্শকের। ধারাবাহিকের কনসেপ্ট দেখে দর্শকের দাবি এরকম ভালো একটা গল্প কেন দুপুরের স্লট দেওয়া হল?