বাহামণি এখন গোয়েন্দা, অভিনেতা-অভিনেত্রীদের হাঁড়ির খবর দেবেন রণিতা দাস

রণিতা দাস

পর্দার পিছনে নায়ক-নায়িকাদের নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। ক্যামেরা অফ হতেই তারা কি করেন, তাদের খুনসুটি দেখতে ভীষণ পছন্দ করেন অনুরাগীরা। এবার তাদের সেই হাঁড়ির খবর দিতেই পর্দায় হাজির অভিনেত্রী রণিতা দাস।

বাহামণি’র কায়দাতেই সেজে উঠেছে রণিতার সেই লুক, যা দেখে নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। স্টার জলসার নতুন শো ‘হচ্ছেটা কি’তে রণিতার সঙ্গী হবেন অভিনেতা অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

শোয়ের কিছু ঝলক সামনে এসেছে। বোঝাই যাচ্ছে বেশ মজার মজার পর্ব হতে চলেছে। ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের বহুদিন পর রণিতাকে পর্দায় পেয়ে আনন্দিত দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)