পাখি চুড়িদার-বাহা শাড়ি এখন অতীত, বর্তমানে মহিলাদের নতুন স্টাইল স্টেটমেন্ট ‘খড়ি লুক’

খড়ি লুক

আট থেকে আশি বাংলা সিরিয়ালে মজে থাকে। বাংলা বিনোদন জগত এখন সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে পোশাক, স্টাইল স্টেটমেন্ট। সিরিয়ালে তার প্রিয় নায়িকা বা প্রিয় নায়কের স্টাইল অনুকরণে বুঁদ ভক্তরা। এটা চলে আসছে অনেক বছর ধরেই।

একটু অতীতে স্মৃতিতে গা ভাসালে মনে পড়বে একসময় এপার বাংলা থেকে ওপার বাংলায় মেয়েদের মধ্যে জনপ্রিয় ছিল ‘পাখি’ চুড়িদার। একটু খোলসা করে বলা যাক, এই ‘পাখি’ চুড়িদার নামকরণ হয়েছিল ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে মধুমিতা সরকারের পড়া সালোয়ার-কামিজ থেকে। আবার একসময় ‘ইষ্টি কুটুম’-এর বাহামনির পড়া শাড়ি হয়ে উঠেছেন বাংলার স্টাইল স্টেটমেন্ট। যার নাম দেওয়া হয়েছিল ‘বাহা শাড়ি’।

যদিও এখন পাখি চুড়িদার এবং বাহা শাড়ি অতীত, বর্তমানে মহিলাদের নতুন স্টাইল স্টেটমেন্ট ‘খড়ি লুক’। হ্যাঁ, গাঁটছড়া ধারাবাহিকের জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে ধারাবাহিকের নায়িকা খড়ির সাধামাটা ছিমছাম লুক নজর কেড়েছে দর্শকের।

‘গাঁটছড়া’ ধারাবাহিকের মহিলা ভক্তরা এখন খড়ির মতো লুক রাখতে চেষ্টা করছে। ফেসবুকে অনলাইন যারা ব্যবসা করেন তারা মাঝেমধ্যেই লাইভে এসে শাড়ি-গয়না দেখান। সেই কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে গ্রাহকদের চাহিদা। কেউ বলছেন ‘খড়ির মতো গয়না’ দেখান আবার কেউ বলছেন ‘খড়ির মতো শাড়ি’ চাই। তাহলে কি এবার পুজোর ফ্যাশন হতে চলেছে খড়ির স্টাইল?

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here